কমার্শিয়াল ভেইকেল সেগমেন্টে বাজার ধরতে নতুন ডিজাইনের ই-রিক্সা

দেশে প্রত্যেক মাসে কম-বেশি ১০ হাজার ই-রিক্সা বিক্রি হয়। মূলত ৫ কিমি থেকে ১০ কিমি দূরত্ব অতিক্রম করতে মানুষ ই-রিক্সা ব্যবহার করেন। তবে বর্তমানে বাজারে যে সমস্ত ই-রিক্সা পাওয়া মেলে তা বেশিরভাগ ক্ষেত্রেই প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করে না। ফলে এই বিরাট বাজার ধরতে Focus BT Company Limited এই উদ্যোগ নিয়েছে। ‘আগামী ২০৩০ সালের মধ্যে দেশে সমস্ত গাড়ি ইলেক্ট্রিক চালিত করার লক্ষ্যে এগোচ্ছে কেন্দ্র। এর জন্য নানা রকম সুযোগ-সুবিধা এবং ভর্তুকিও দেওয়া হচ্ছে। সে কথা মাথায় রেখেই আমরা ই-রিক্সা তৈরির পরিকল্পনা করি। Alfa E And Focus Auto TAXI এই নতুন মডেলটি বাজারে বিক্রি হওয়া অন্যান্য সমস্ত মডেলের তুলনায় অনেকটাই এগিয়ে থাকবে। ডিজাইন থেকে পরিষেবা এবং সর্বোপরি আফটার সেলস সার্ভিস নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন ক্রেতারা।